আমি নিরন্তর ঝাটা হাতে
সুখ তাড়া করি, তবুও দুঃখ যায় না;
দুঃখগুলো জমতে জমতে পিরামিড হয়ে মেঘলা আকাশ ছোঁয়।
সুখ দুঃখ সিলেবাসের যিনি প্রণেতা
যাকে দেখিনি কখনো, শুধু অনুভবে অস্তিত্ব -
বলি প্রভু ,আমার কখনো সুখ চাই না
শুধু দুঃখ জয়ের সাজেশন বাতলে দাও।