আমি দেশের কথা বলছি
আমি মাটির কথা বলছি
আমি মায়ের কথা বলছি।

পলাশী থেকে দেশভাগ সুদীর্ঘ পথ
নীলকরদের বুটের নিচে নিষ্পেষিত স্বদেশ,
অবশেষে দ্বিজাতিতত্ত্বের আফিম!
তেইশ বছরের শোষণ নির্যাতন ,
নীলকর যায় নীলকর আসে -
দুর্ভাগা মায়ের চোখের জল আর শুকায় না।

অবশেষে পুড়ল মাটি,বোনের সম্ভ্রম ,
এক সাগর রক্তে কেনা স্বাধীনতা।

তবুও দুর্ভাগ্য, তবু ও দুর্ভিক্ষ
অতঃপর হত্যা ক্যু ষড়যন্ত্র অভ্যূত্থান আর
পাল্টা অভ্যূত্থান বার বার কেঁপে কেঁপে উঠে
শিশু বাংলাদেশ।
দীর্ঘ দশক জুড়ে এক জেনারেল
তার বুটের নীচে দুমড়ে মুচড়ে দেয়
লাল সবুজের পতাকা ,
জেগে ওঠে স্বৈরাচার বিরোধী ছাত্র জনতা
নব্বই এর ছয় ডিসেম্বর পূর্ব দিগন্তে
ওঠে নতুন সূর্য,
হাটি হাটি পা পা করে এগিয়ে যায় দেশ।

পরাজিত শুকুনেরা কখনোই বসে থাকে না
ধারালো নখর এর হিংস্র থাবা বার বার
খামচে ধরে লাল সবুজের পতাকা,
অনিবার্য হয়ে পড়ে -
চব্বিশের রক্তাক্ত জুলাইয়ের।

নতুন সূর্য নতুন দেশ
নিতে হবে শপথ - নতুন কোন নীলকর আসবে না,
সমস্ত বৈষম্য ছুড়ে দেয়া হবে প্রমত্ত পদ্মার জলে।