আহ্ নেই যে আমার তেমন কিছু
জীবন ভর মরছি ছুটে টাকার পিছু পিছু,
তিনশ বিঘে জমি আমার গোটা দশেক ফ্ল্যাট
এসব দিয়ে একালে কি বজায় থাকে ঠাট।
স্বপ্ন ছিল নিজের একটা থাকবে বোয়িং জেট
আমায় দেখে হাজারো লোক মাথা করবে হেট,
বিদেশ বিভূঁইয়ে দু'চার খানা থাকবে দামী প্রাসাদ
জেটে চেপে যখন তখন মেটাব মনের স্বাদ।
ঈশ্বর তোমার এতো আছে আমার চাওয়া স্বল্প
তবু কেন আমায় তুমি দিলে এতো অল্প,
দুয়েক খানা দ্বীপের মালিক চেয়েছিলাম হতে
একটা ও যদি দাও গো প্রভু হবে কেল্লা ফতে।
আমার তেমন নেই চাহিদা চাই যে হাজার কোটি
গরীব লোক সব হিংসায় মরে চালে নানান গুটি,
গাড়ি আছে গোটা দশেক তা দিয়ে কি চলে!
নতুন মডেল না নিলে যে লোকে মন্দ বলে।
চুপিসারে দুরের দেশে কিনেছি একটা বাড়ি
দ্যাশের লোক সব বদের হাড্ডি করছে বাড়াবাড়ি,
সুইস ব্যাংকে জমা আছে এক বিলিয়ন ডলার
এই যুগে কি এসব টাকায় উপায় আছে চলার !