মাটির ঘ্রাণে নাড়ির টানে
গাঁয়ে ছুটে যাই,
শ্যামল মায়ের আঁচল জুড়ে
শান্তি খুঁজে পাই।

এতো মায়া এতো ছায়া
আর কোথাও নাই,
এই মাটিতে জন্ম মোদের
এই মাটিতেই ঠাঁই।

নদীর বুকে ভীষণ সুখে
মাঝি মাল্লা গায়,
জেলে ভাই ধরে মাছ
ছোট্ট ডিঙ্গি নায়।

পাখি ডাকে শাখে শাখে
সবুজ শ্যামল গাছে,
দোয়েল, কোয়েল ময়না শ্যামা
ময়ুর পঙ্খি নাচে।

ছয় ঋতুর বাংলাদেশ
কতো রুপে সাজে,
জারি সারি বাউল গানে
একতারা ঢোল বাজে।

হিন্দু- মুসলিম ধনী গরীব
থাকে মিলে মিশে,
সোনার ধান যেন
সোনালী ধানের শীষে।