অক্টোপাসের মতো  আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে বিছানা,
হাড়গোড় লেপ্টে থাকা শরীরটাকে টেনেটুনে তুলি, সংসার কুরুক্ষেত্র বিষমাখা ছুরি -
এপিঠ ওপিঠ রক্তক্ষরণ তবু ও
লালসার ললিপপ ক্রেন হয়ে ওঠে।
সব যন্ত্রণার পিরামিড পিছনে ফেলে
ছুটে চলে আরব্য অশ্বের পিঠে ,
অনন্ত চাহিদার সোয়ারী ।
গোলাপের বাসি গন্ধে রাত্রি পালায়
শুধু অনন্ত নক্ষত্র বিথী জেগে থাকে,
জীবন সংসার এর বেহিসেবি আকাশজুড়ে।