ফিরিয়ে দাও সেই সোনালী অতীত প্রিয় শৈশব
মুরাদনগর পূণ্যভূমি করেছি কত কলরব,
নিজ গ্রাম পুষ্করিনীরপাড় প্রিয় জন্মভূমি
মনে হতেই হৃদয় থেকে তোমার ধূলো চুমি।

কেটেছে কতনা মধুর সময় গাঁয়ের মেঠো পথে
খাল বিল সবুজ মাঠে খেলেছি সাথীদের সাথে,
মাছ ধরা আর নৌকা চড়া কত আনন্দের স্মৃতি
মটরশুটি পুড়িয়ে খাওয়া কিংবা চড়ুইভাতি।

দৌলতপুরে মাতুলালয় কী যে সুন্দর গ্রাম
সবুজে শ্যামলে কী অপরুপ, কী যে তাঁর সুনাম,
এই গাঁয়ের ই খাঁ বাড়িতে কবি কাজী নজরুল
পেয়ে ছিলেন তার পরম প্রিয়া ইরানি নার্গিস ফুল।

ঝোপ ঝাড় ঠাসা দৌলতপুর ছিল স্বপ্নের মতো
এ বাড়ি ও বাড়ি ঝোপ জঙ্গলে কখন যে দিন যেত,
পাখির বাসা আর ফলমূলের খোঁজে ছিল কত অভিযান
খেলার সাথীদের মধ্যে হতো কতো মান অভিমান।

মানুষের মনে ছিল ভালোবাসা পেয়েছি আদর স্নেহ
করেছি কত দুরন্তপনা রাগ করতো না কেহ,
কোথায় গেল সোনালী সে দিন ,ফিরিয়ে দাও আমায
ইট কংক্রিটের পাষান শহরে আমায় নাহি মানায়।