শিরোনাম: ভালোবাসার অন্ত্যেষ্টিক্রিয়া
কলমে: একরামুল হক দীপু
১৪.০৯.২৪

ভালবাসার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে
সেই কতকাল আগে
এখনো হঠাৎ কোন বিষন্ন সন্ধ্যায়
ছাই চাপা আগুন জ্বলে উঠে।
অতীতের ভস্মীভূত স্মৃতির ঢালা কেই বা খূলতে চায়!
পরাভূত হৃদয়ের সুপ্ত বাসনা
মধ্যাহ্নের গণগনে সূর্যের মতো উঁকি মারে,
মুহূর্তের টর্ণেডো লন্ডভন্ড করে দেয় হৃদয়ের বন্দর।
অভিশপ্ত অতীতের পাষান পুরী
সেলুলয়েড এর ফিতেয় ভর করে,
টুকরো টুকরো মুহূর্ত উচ্চারিত অনুচ্চারিত কথামালা
মগজের কক্ষে ঘুরপাক খেতে থাকে।
ভালবাসা এমন কেন হয়?
গ্রীক উপাখ্যানের বিষাদ ছুঁয়ে যায় নিদ্রাহীন ভয়াল রাত
অতলান্তিকের গহীন তিমিরে
হারিয়ে যাই বোধশূন্য আমি।
ভালবাসা কখনো কখনো কথা রাখেনা
অথৈ জলধির গহ্বরে থেকে ও তৃষ্ণার্ত মরুময় জীবন
নিরন্তর দগ্ধ জীবনের ছাইভস্ম উত্তাপ ছড়ায়
সম্মুখের পথ রুদ্ধ অমাবস্যার আঁধার যেন।
অথচ এমনটি হওয়ার কথা ছিল কি?
কথা ছিল ভরা পূর্ণিমার জোছনা মাখানো গায়ে
কফির পেয়ালায় চুমুক দেব দুজনে ,
কথা ছিল বসন্তের আগমনী গানে সুর মেলাবো
শ্রাবণের বৃষ্টিতে ভিজে শান্ত করবো হৃদয়ের উত্তাপ।