আমি এখন যম দুয়ারে
বন্ধু তোরা কই?
দুধের মাছি সর খেয়েছে
আমি ভাজছি খই।

দারুন শীতের ঠক ঠকানি
গায়ে নেই মোর কাঁথা,
দুর বসন্তে দেখা হল
আজ  নেই রে মাথা ব্যাথা।

তেলের মাথায় তেল দেয় রে
দুষ্ট যারা লোক,
তোরা তো আর নোস রে এমন
বুঝিস না কী শোক !

ডুবে গেলে তুলে আনে
বন্ধু তাঁরেই বলে ,
কেমন করে সরে গেলি
নানা রকম ছলে!

আমার কিছু নাই রে চাওয়া
এই বিষম কষ্টের দিনে,
হাতটা শুধু রাখিস হাতে
রাখিস একটু মনে।