হঠাৎ এক বসন্তের জিরো পয়েন্টে দিয়ে নির্মম হাত
তুলে দিলে কাঁটা তারের বেড়া নেমে এলো রাত,
বৈরী প্রতিবেশীর মতোন, নিঃশব্দে ছড়ালে হিংসা
পাহাড়ের নীরবতায় হলো না মীমাংসা।
সেদিন স্তব্ধ আকাশ বাতাসের ডানা ভার
মেঘলা আকাশ নীরবে কাঁদে, কাঁদে নিকষ আঁধার
নদী সাগর সব চুপচাপ পাখিদের মন ভার
সেদিন থেকে পুর্ণিমা চাঁদ কয়না কথা আর।
মান্দার ডালে নিঃশব্দে ফোঁটে কষ্টের অনুবাদ
জগৎ সংসার তেতো ঠেকে কিসসুতে নেই স্বাদ,
রমজানের দৈর্ঘ্যে বাড়ে হররোজ থাকি রোজা
প্রেমের রাস্তা পারি দেওয়া নয়কো এতো সোজা।
থাকতাম তোমার প্রার্থনায় আমি সেহেরি কিংবা ইফতারে,
জীবনের সব খুঁটিনাটি জানতে তো সবিস্তারে,
চাওয়া পাওয়া হিসেব জাবেদা কিছুই যখন মিলছে না
কাঁটা তারের বেড়া তুলে বাড়িয়ে দিলে বুকের ঘা ।