কুয়াশায় গলে গলে যায় নক্ষত্র ঝরা রাত
আদিম অন্ধকারে কাঁদে বিবাগী বাতাসের প্রতিঘাত,
একলা আকাশ ফেটে চৌচির চৈত্রের খরায় জমিন
ব্যাথার ফসিল জেগে ওঠেছে শোধিতে হইবে ঋণ।

নিঃসঙ্গ উঠানে জেগে ওঠে অতীত দীর্ঘ স্মৃতির মিনার
ব্যাথার রাগিনী বেজে ওঠে ধীরে, অচিন তারের বীণার,
ধোঁয়াশা ঘেরা শুন্য মনে দুর্ভেদ্য আঁধার ঘুমায়
স্মৃতির হায়েনা হৃদয় গহীনে অযুত ধ্বংসস্তূপ বানায় ।

ব্যাথার প্লাবনে ভাসে স্বপ্নের নদী দিক হারায় অভিঘাতে
বিরহী কেকার করুণ বিষাদ কাঁদায়  রিক্ত রাতে,
লোলুপ স্মৃতি খুবলে খেয়েছে হৃৎপিণ্ডের সব ফসল
রাতভর ঝরে দুঃখের কুয়াশা হৃদয়ের অশ্রুজল ।

বুকের জমিনে খুঁড়তে সমাধি দিয়েছ বিরহ শাবল
যত্ন করে পোষেছি আদরে , ভুলেছি তোমার ছল,
শবাধারে রেখেছি দেহ দাফন শুধু বাকী
ভেবো না তুমি বলি নি কাউকে- ভালবাসা ছিল মেকী ।