ধ্যানমগ্ন মাছরাঙার মতো জলাধার পাশে
বসে আছি সেই গ্রীক সভ্যতার প্রলয় থেকেই,
বরফ যুগ চলছে অনাদিকাল।
প্রতীক্ষার তুষার জমে -
এক্সিমো আমি বসন্তের আশায়,
মগজের ফ্ল্যাটে শূন্য ছয় কুঠুরি
কালের পর কাল আসে ঋতুর পর ঋতু
শুধু বসন্ত আসে না।
মধ্যবিত্তের দরিদ্র গ্রহে অধরা বসন্ত
তবু ও প্রার্থনায় প্রতীক্ষায় পথ চাওয়া -
তবু ও হিম হাওয়ায় বসে থাকা।