জীবন গেল দুঃখ শাপে
অনন্ত কষ্টের বইছে ঝড়,
জানিনা কোন কঠিন পাপে
সংসার এখন তাসের ঘর।
কত কী যে আশা ছিল
ছিল স্বপ্নের জল মহাল ,
আশার বাসা কাইরা নিলো
স্বপ্ন তরী বেসামাল।
কোথায় দিয়ে কেমন করে
দিনগুলো সব গেল,
জীবনের সব হিসেব নিকেশ
বাকি পড়ে রইলো।
এক জনমের চাওয়া পাওয়া
কত স্বপ্ন কত সাধ,
কোথা থেকে আসল যেন
প্রাচীর সম বাঁধার বাঁধ।