স্বপ্ন দেখি নতুন দিনের
স্নিগ্ধ আলোর ভোর
পাখির গানে কলতানে
জীবন হবে সুমধুর।
হিংসা বিদ্বেষ হানাহানি
থাকবে না আর সমাজে
নিরাপদ বোধ করবে সবাই
পূজা পার্বণ নামাজে।
আইনের শাসন জারি হবে
বৈষম্য আর থাকবে না
বিচারের বাণী আর
নীরবে নিভৃতে কাঁদবে না।
নিরাপদে ঘুম দেবে সব
রাতে খুলে দরজা
সুদ ঘুষ সব উধাও হবে
ঠেকলে পাবে করজা।
আম জনতা দেশের মালিক
সরকার হবে রক্ষক
তাঁরা হবে সেবক সবার
হবে না আর ভক্ষক।