স্বপ্ন মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে প্রতিনিয়ত
আশা নিরাশার দোলাচলে দুলছে জীবনের নৌকা
নিষ্ঠুর দিনের শেষে আঁধার নেমে আসে
নতুন স্বপ্ন নতুন আশায় কেটে যায় দীর্ঘ প্রহর
একে একে নিভে যায় সব তারা
আসে প্রতিক্ষীত ভোর স্বপ্ন ডানায় ভর করে।

দুরদেশী আপন স্বজন বন্ধু অচেনা হয়ে যায়
একদিন যাঁরা ছিল বুকের বাঁ পাশে ।
পিচঢালা রাস্তা ক্রমশ উত্তপ্ত হতে থাকে
হৃৎপিণ্ড ঝলসে কাবাব চিরচেনা পৃথিবী অস্থির লাগে।