হোঁচট খেয়ে পড়ে মানুষ- কেউ এগিয়ে আসে না
তেল নাই যার মাথার মধ্যে - তাঁকে ভালোবাসে না,
পৃথিবীটা স্বার্থপরের জ্বলন্ত এক ভাগার
তেলের মাথায় তেল দেয় সবে, তৈরি ও পা চাটার।
অসৎ লোকের স্বর্গ হেথা, সৎ লোকের ভাত নাই
চারিধারে হায়েনা সব, করছে খাবি খাই;
নুন আনতে যার পান্তা ফুরায়- পায় সে অবহেলা
এই সংসারে পদে পদে- খায় সে ভীষণ ঠেলা।
ভালো শব্দ ভালো বাক্য- এই সমাজে চলে না
ন্যায্য কথা পারতপক্ষে- এখানে কেউ বলে না,
রাজনৈতিক নেতা হেথায়- বিশাল বড় দেবতা
গুণীজনদের নেই যে কদর- পায় না ওরা মমতা।
সস্তা বিনোদনে হেথায় -হুমড়ি খায় সব জনতা
লক্ষ কোটি টাকা উড়ায় -দুষ্টের হাতে ক্ষমতা,
উপাসনালয় গুলো জাঁকজমকে ঢাকা
সপ্তাহের ছ' দিন জুড়ে থাকে এগুলো ফাঁকা।
দুর্নীতিই নীতি হেথায় -কেড়ে খাওয়ায় আনন্দ
ঘুস কিংবা দখল করতে নেইকো দ্বিধা দ্বন্দ্ব,
সমাজ যখন হয় নষ্ট- জনতা হয় বোকা
নেতা মাথায় ঢুকিয়ে দেয় -রাজনীতির পোকা ।
তুচ্ছ জিনিস নিয়ে হেথা - সময় করে নষ্ট
আসল কথা ঢাকা পড়ে - পায় মানুষ কষ্ট,
হুজুগে সব চলছে মানুষ - নেই যে কারো হুস
পরিণামে নামলে গজব - স্রষ্টাকে দেয় দোষ।