মন করে উড়ু উড়ু কী জানি কি হলো শুরু
নয়কো অতো সোজা সহজে মনকে বুঝা,
নিশি দিন তোলপাড় ধার যেন তলোয়ার
গহীনে বিশাল বোঝা চলছে তাঁহারে খোজা।
সে কোথায় সে কোথায় কোথাও তো নাহি পাই
খুঁজে খুঁজে হয়রান - খুঁজতে কোথায় যাই ?
শীতের রাতে ললনা করে শুধু ছলনা
আসি আসি করে শুধু ,কখনো সে আসেনা।
কথা দেয় বারবার এ কুটিরে ফিরবার
একটুও বুঝে না তাঁকে কত দরকার,
মাস যায় ঋতু যায় যুগ যায় ফুরিয়ে
অপেক্ষায় থেকে তাঁর গেছি আজ বুড়িয়ে।

বয়সে হলেও বুড়ো মনটা তরুণ
অপেক্ষায় আছি তাঁকে করতে বরণ।