রাজা আসে রাজা যায়
জুনাব আলীর ভাগ্যের চাকা আর ঘুরে না,
ভাঙ্গা ঘরের টিনের চালের ফুটো
দিনে দিনে বড় হতেই থাকে।
সাহেব পাড়ার অট্টালিকা ক্রমশ আকাশ ছুঁয়ে যায়
জুনাব আলী ঘাড় বেঁকিয়ে কোনভাবে ঘরে ঢুকে,
কত কিছু বদলায় কত রঙ খেলা করে
দ্রুতই তার অযত্নে লালিত কালো দাঁড়িতে পাক ধরে
কাশ ফুলের মতো দোলে সাদা দাড়ি।
রাজা আসে রাজা যায়
জুনাব আলীর জঠরের আগুন ততই ফণা তুলে
থালা ভর্তি ভাতের স্বপ্ন প্রশস্ত করে রাত্রির দৈর্ঘ্য
ক্ষুধার আগুনে পুড়তে থাকা স্বপ্নগুলো
অধরাই রয়ে যায়।
রাজা আসে রাজা যায়
সময়ের সাথে পাল্লা দিয়ে দীর্ণ হতে থাকে
জুনাব আলীর নগ্ন পাঁজরের হাড় ,
অভাবের নিত্য নিপীড়নে মেরুদন্ড খুঁজে পায় না,
লাজে কুঁচকে যাওয়া হাত প্রসারনে ভরসা পায় না।
বিশাল এই পৃথিবী সংকুচিত হতে থাকে
শৃগাল কুকুরের ও আহারের নিশ্চয়তা থাকে
জুনাব আলীদের তাও থাকে না।

নিঃস্ব জুনাব আলী দাঁড়িয়ে আকাশ পানে তাকানোর চেষ্টা করে,
পরাজিত মেরুদন্ড তাও সমর্থন করে না।