পাখি চায় করতে বসত
যতন করে আপন খাঁচায়,
খাঁচা যে তাঁর কাঁচা দেহ
ভরছে ভীষণ ধুলো ময়লায়।
আবাস যদি হয় পরিষ্কার
ডাকে খুশির বান ,
ময়লা খাঁচায় ছটফট করে
যায় রে পাখির প্রাণ।
ও মন সাড়ে তিন হাত
রাখো রে পাক,
ডাক আসিলে যাইতে হবে
খাঁচার দরজা ফাঁক।
যদি পাখির চাও রে মুক্তি
খাঁচা ধোঁয়া মুছা করো,
দিন থাকিতে পাখির খোরাক
খাঁচার ভিতর ভরো।