গড়িয়েছে অচেনা ভোর
অচেনা শহরে,
এমন হিমেল বাতাস
ছুঁয়ে যায়নি আগে।
শাদা জোছনায় একাকী প্রহরী চাঁদ
জন্ম জন্মান্তরের বিবাগী,
পৌষের মধ্য রাত্রিরে গৃহত্যাগী সন্ন্যাসী
কুয়াশার চাদরে পুড়ায় ফেলে আসা অতীত।

একাকীত্বের দহন বুকে -
ধীর স্থির  ব্রতে রত মর্ত্যের সন্ন্যাসী, ,সুদুরের চাঁদ।