ভুলে ভুলে জীবন গেল
ভাঙা তরী বাইয়া ,
কোন ঘাটে হয়নি সওদা
আমি জনম দুখী নাইয়া।

মাঝ দরিয়ায় নাও ভাসাইছি
কুলের দেখা নাই,
জীবন গেল ভাসতে ভাসতে
ওগো মালিক সাঁই।

ভাঙা নায়ে উঠছে পানি
কখন জানি ডুবে ,
ভাটির দেশের মাঝি আমি
বসত ছিল পুবে।

স্বপন ছিল মনে মনে
নায়ে তুলবো ফসল,
সব কিছু ভাসাইয়া নিল
অথৈ গাঙের জল।