ঈদ মোবারক ঈদ মোবারক
আসছে নতুন জামাই,
শাশুড়ি তাঁর জন্য করে
হরেক পদের সেমাই।
জামাই তার ভোজন রসিক
খাবে মাছ মাংস দই,
কনু কাকা পুকুর থেকে
তোলছে রুই কাতলা কই।
এই ঈদে জামাই পাতে
দেবে আস্ত খাসী,
তা নইলে উড়ে যাবে
জামাইর মুখের হাসি।
জামাই খাবে মন্ডা মিঠাই
কোরমা পোলাও জর্দ্দা,
বুঝে শুনে সব আনতে
হাটে গেছেন বড়দা ।