জীবন মানেই অসংখ্য অজস্র প্রশ্নবোধক চিহ্ন
জীবন মানেই অধরা স্বপ্ন অঙ্কুরেই ছিন্নভিন্ন,
জীবন একটা বিয়োগের খাতা
পাতায়‌পাতায়‌ বিরহ ব্যাথা।
খরকুটো বেয়ে এগিয়ে চলে ভঙ্গুর এই জীবন
স্রোতের শ্যাওলা ভেসে চলছে পায়নি কারো মন,
এ ঘাট থেকে ওই ঘাটে যায় কোথাও নাই ঠাঁই
জীবন গেল ঘাট থেকে ঘাটে পালাই পালাই।
ছোট্ট এই জীবন কত দৃশ্যপট কত না হাসি কান্না
আঁধার রাতের বাঁধার প্রহর জীবনের প্রতি ঘেন্না,
হররোজ যার অমাবস্যার তীব্র আঁধার জুটে
হঠাৎ কখনো মাঘী পূর্ণিমায় দুঃখ নাহি টুটে।
জনম জনম বাইতে হয় কারো অনন্ত দুঃখের তরী
ভেতর বাহির চারিধারে দুঃখ সারি সারি,
এই কেমন প্রেম বিধাতার গো মাথায় নাহি আসে
অথৈ জলে নৌকো চালাই তোমায় ভালোবেসে।