ক্ষণে ক্ষণে ভুলে যাই আমি যে অতিথি
দুনিয়ার মায়া- কতো প্রেম কতো প্রীতি,
লোভ আর লালসার ললিপপ খেয়ে
আনন্দে মেতে থাকি নেচে গেয়ে নেয়ে।

আমি তো বিধাতার এক প্রতিনিধি হয়ে
এসেছিলাম ধরাধামে তাঁরই মিশন লয়ে,
দুনিয়ার বেড়াজালে ভুলে গেছি সবই
কার গুণ গাও তুমি, হে অন্ধ কবি !

সকল প্রশংসা কেবল এক আল্লাহর
আমি তুচ্ছ গোলাম  বান্দা অতি গোনাহগার,
ভুলে গেছি যেতে হবে, এই ঘর আমার নয়
মনে পড়তেই বুকের ভেতর লাগছে ভীষণ ভয়।

কি নিয়ে ফিরবো আমি কোন আমল নাই
কেমন করে তোমার কাছে পাবো আমি ঠাঁই?
আমি এক নাফরমান, খোদা ক্ষমা করো মোরে
মরি যেন ঈমান নিয়ে মিনতি করজোড়ে।