পাতা ঝরার দিন এসেছে
কুয়াশা মাখানো ভোর,
সোনালী ধানে শিশিরের ছোঁয়া
বাজে শীতের আগমনী সুর।

ধানের ক্ষেতে আলপথ জুড়ে
ছোট্ট সবুজ ঘাসে ,
সকাল বেলায় সূর্যের হাসি
কত কত রঙধনু হাসে।

খেজুর গাছে লেগেছে গাছি
ঝুলছে রসের হাঁড়ি,
নতুন ধানের উৎসব হবে
প্রস্তুতি বাড়ি বাড়ি।

শীতের সবজি এসে পড়েছে
গন্ধে বর্ণে মন আকুল ,
খাল বিল সব শুকিয়ে গেছে
প্রকৃতির রঙে মন ব্যাকুল।