ধর্মের নামে শিখেছি কী সব চরম বেহায়াপনা
আসলে ধর্ম কি তা - আছে কী মোদের জানা ?
ধর্ম মানে ধারন করা  নয়কো শুধু লেবাস পড়া
ধর্ম মানে পরমত কে ভীষণ শ্রদ্ধা করা।

ইসলাম এনেছে মুক্তির বাণী এনেছে শান্তির বাণী
আমরা হেথায় মাজার নিয়ে করছি টানাটানি ,
মানুষ যাচ্ছে চাঁদের দেশে যাচ্ছে যখন মঙ্গলে
আকিদা নিয়ে হানাহানি মোরা পড়ে আছি জঙ্গলে।

হাজার ভাগে ভাগ হয়েছি দুর্ভাগা মুসলমান
সবার থেকে দুর্বল মনে হয় আমাদের ঈমান,
আজ ও মোরা জপে যাচ্ছি ইংরেজ শেখানো বুলি
অজ্ঞ মোরা শিরক ভাবি অলি আউলিয়ার পদধূলি।

মসজিদ মন্দির গির্জা মাজার শ্রদ্ধা করতে পারলাম না
সকল ধর্মের সকল মতকে সহ্য করতে শিখলাম না,
আল্লাহ যখন দিচ্ছেন আহার সকল মতের মানুষকে
আপনি আমি কেমন করে যাচ্ছি তাঁদের রুখতে।

মুসলিম ভাই প্রভুর কাছে করে আত্মসমর্পণ
মুসলিম এর হবে বিশাল হৃদয়, হবে ভীষণ কোমল মন,
হিংসা বিদ্বেষ হানাহানি এই জাতির নয় ইতিহাস
সব ধর্মের মানুষ নিয়ে করবো মোরা বসবাস।