পৃথিবীর যতো যশ খ্যাতি অর্থ কড়ি প্রাসাদ
চাই না কিছুই তোমার কাছে শুধু আর্তনাদ--
পৃথিবীর মায়ায় হয়ে গেছি বন্দী,
ক্যামনে করি মুক্তির ফন্দি?
আমার সকল মোনাজাতে কিংবা সেজদায়
তুমি শুধু তুমি মাবুদ তোমাকেই চাই,
দশ কোনেতে তোমার শোভা!
কী মনোহর, কী মনোলোভা !
দুর দিগন্তে দৃষ্টি ফেলে পাইনা খুঁজে তোমার দেখা
নয়ন মুদে ও দেখি - হয়নি দেখা শেখা।
অন্তরের দুচোখ প্রভু দাও তুমি খুলে
গোলাম তোমায় ছিলাম ভুলে,
এবার দেখবো নয়ন মেলে।
বেহেশত দোজখ চাইনা কিছুই দিও প্রেমের ছায়া
সেই ছায়ায় দুর করবো এই পৃথিবীর মায়া ।