মহাকালের তুলনায় এই নশ্বর ধরাধামে
মানুষের আয়ুষ্কাল নাকি আড়াই সেকেন্ডের ও কম,
চন্দ্র সূর্য গ্রহ তারা অসীম আলোকবর্ষ সব ছাপিয়ে
একদিন দুয়ারে এসে দাঁড়ায় যম।

সেকেন্ডের তরে কত আয়োজন কত কি যে লাগে
সম্পদ সম্পত্তি করায়ত্ত করা, কত কত ভয়াল খেলা;
চাপে নেশা আমিত্বের , নিজকে জাহির করতে করতে
বেহুঁশ মানুষ - রাখে না খোঁজ কখন ফুরায় বেলা।

ভোগের নেশায় হণ্য হয়ে ছুটছে মানুষ অবিরাম
এক জীবনে এতো সম্পদ কী হয় তার পরিণাম?
সামান্যই ভোগে লাগে, যদিও সব তাঁরই দায়
রেখে যাওয়া এই জঞ্জালের পরকালে আছে দাম?

ন্যানো সেকেন্ড জীবন নিয়ে ছড়াই হিংসা বিদ্বেষ
জবর দখল যুদ্ধ করি ,করি অন্যায় অত্যাচার
ক্ষণকালের কথা ভুলি, ভুলি মানুষ সব আমার
সত্যি সত্যি আসবে একদিন হবে সব ভুলের বিচার।