ইদানিং  পিছু নেয় কিছু লাশ
লাশ কি শুধুই কবরে থাকে ?
যেদিকেই যাই- দেখি ছড়িয়ে ছিটিয়ে কিছু লাশ
সাহসে ভর করে কাছে যাই ,
মনে হয় সব আমারি অবয়ব- আমিই।
একটা মৃতদেহকে প্রশ্ন করি
কে তুমি?
লাশ বলে আমি তোমার অপূর্ণ স্বপ্ন ,
দ্বিতীয় লাশটি শিশু বয়সের
সেই নাকি আমার সুখ;
লাশের বহরে আছে আশা আছে আকাঙ্ক্ষা
আছে ভালোবাসা তপ্ত হৃদয় আরো কত কি!

আমি তবু বেঁচে আছি জীবন্ত লাশ
দুঃখই কেবল পথের সারথী।