চোখ ভরা জল আর পায়েতে শিকল
জন্ম থেকে আজ অবধি বয়ে চলি শৃঙ্খল,
কেউ বলে নিয়তি কেউ দুর্ভাগা
লাঞ্ছনা কে খন্ডাবে ওরে হতভাগা!
ঘুণ পোকা খুন করে বানিয়েছে লাশ
পরতে পরতে ফেলি দীর্ঘ নিঃশ্বাস,
জ্যান্ত মরা জীবন সংসার শশ্মান
নামকাওয়াস্তে শুধু ধরে আছি প্রাণ।
ভালোবাসা পালিয়েছে স্নেহ কংকাল
বসত বাটি ঘিরে আছে কুয়াশার জাল,
তৃষ্ণায় জল নেই বুক চৌচির
ধীর লয়ে নামে এক আঁধার গভীর।
বসন্ত গিয়েছে গোরে বারো মাস শীত
বুকেতে ধরছে কাঁপন কাঁপিয়ে সব ভীত,
নৌকা ডুবু ডুবু আগাছার ভারে
সোনার ফসল সব ডুবে গেছে ঝড়ে।