আঁখি জোড়া নিরলসভাবে তাকিয়ে,
ঘড়ির কাটায় নেই মন।
নানা স্বপ্ন মাথা মস্তকে নেই আকিয়ে,
জীবনে যা আছে প্রয়োজন।
বুঝে নিও আমি ঘুমাইনি।
মনের কোটরে ছবিগুলো পীড়া দেয়,
নিজেকে পারিনা আমি সরাতে।
চোখের পাওয়া ঘুম কেড়ে নেয়,
তাইতো পারিনা খাটে গড়াতে।
বুঝে নিও আমি ঘুমাইনি।
নিরপেক্ষ হয়ে লড়াই দেখছি,
নিদ্রা ও স্বপ্নের মাঝে।
অজান্তেই নিজেকে হারিয়েছি,
বাঁধা না হয়ে ঐসব কাজে।
বুঝে নিও আমি ঘুমিয়েছি।
পরাজয়ে শেষ হয়নি স্বপ্নের,
পুনরায় লড়াই তেমনি।
কিছু হেরে যায় কিছু রয়,
স্বপ্নগুলো এমনি।
বুঝে নিও আমি নতুন সকাল দেখছি।