যেই হও তুমি থাকতে হলে দু-দিনের এই ভবে
সুখ- দুঃখের মাঝে অনেক সিড়ি পার হবে,
শিশু, বৃদ্ধ,যুবক,যুবতী বয়সের এই বেড়ী
সবার জীবনে এটাই অনেক বড় সিড়ি।
সিড়ি হলো জীবনেতে করা পড়া লেখা
যা দ্বারা অনেক কিছু হলো তোমার দেখা,
নিম্ন হতে উচ্ছে যেতে সিড়ি কাজে লাগে
লক্ষ্য বস্তু করতে হাছিল সিড়ি সবার আগে।
জন্মক্ষণে তুমি ছিলে একটা শিশু
সবার মতো তখন তুমি জানতেনা সব কিছু,
শিক্ষার সিড়ি বেয়ে বেয়ে হলে যুবক ছেলে
ক্রমান্বয়ে সবকিছু তুমি শিক্ষা পেলে।
তুমি যখন যুবক ছেলে তখন তুমি পড়
শিক্ষার এই সিড়ি বেয়ে তুমি হবে অনেক বড়,
সময়ের কাজ করতে সময়ে ব্যবহার হয় ঘড়ি
মানুষের জীবনে এটাই সময়ের সিড়ি।
ইহকাল ছেড়ে পরকালে যেতে সবার হবে
চিরকাল থাকবেনা কউ দু-দিনের এই ভবে,
সাওয়াব গুনাহ্ , সুখ-দুঃখ, দোয়া-অভিশাপ
সিড়ি মানে মানুষের জীবনের ধাপ।