নীল আকাশ, সবুজ পৃথিবী
  ঝীলমীল সূর্যের আলো।
রাতের কালো, চাঁদের জোঁসনা
   ধরাটা কি লাগছে ভালো।
চোখে আমার রঙ্গিন স্বপ্ন।

সারা পৃথিবী, সোনার বাংলা
  হাজারো রঙ্গিন দৃশ্য।
রূপে ভরপুর, স্রীতিতে গাঁথা
জন্ম ভূমিই আমার বিশ্ব।
তাকে ঘিরেই চোখে রঙ্গিন স্বপ্ন।

কন্ঠে বাংলা, কর্মে বাংলা
      বাংলাই কর্তৃত্ব,
বাংলায় নাচি, বাংলায় বাচি
      বাংলাই অস্তিত্ব।
চোখে বাংলার রঙ্গের রঙ্গীন স্বপ্ন।