মানুষ আছে আজ মানবতা নাই, নাই সততার বাস।
চলছে এ জাতি ভ্রান্ত পথে,ডাকছে সর্বনাশ।
নেয়ামতে ভরা ধন দৌলত আছে,আছে তবু কেন অভাব?
ছুটছে এ জাতি লোভের মোহে,এটা কি তাদের স্বভাব?
নিজের স্বার্থে ঘুরছে সবে,লুটছে পরের ধন।
মানুষ হয়ে ভাঙ্গছে সবে মানুষেরই মন।
এসো সবাই মিলে মিশে যাই,একই সাথে বাছি।
যা আছে ভবে মিলে নেই সবে,থাকি কাছাকাছি।