জীবন এমন চক্র
কোথাও সোজা, কোথাও বক্র।
জীবন ক্ষনের বুক
ক্ষণে আসে দুঃখ, ক্ষণে আবার সুখ।
জীবনের মন প্রান
কখনো ভালবাসা, কখনো অভিমান।
জীবন চলার পথ
কখনো সত্যের সাথে, কখনো অসৎ।
জীবন অঙ্কের গুনায়
কিছু অংশ চাকরিতে, বাকিটা পড়াশুনায়।
জীবন সংসার মাঝে
পুরানো গিয়ে আসে নতুন, নানা রুপ ও সাঝে।
জীবন নদীর এই কূল
যাচ্ছে ছেড়ে সঠিক, ভিড়ছে কত ভুল।
জীবনের কিছু অংশ
হয়ে উঠে সুন্দর, আবার কখনো হয় ধ্বংস।
জীবনের পুরো ভাগে
ভরা থাকে ধর্ম-কর্ম, স্নেহ প্রীতি রাগে।
জীবনের এই ধাপ
পার হইতেছে সবে, অর্জন নেক ও পাপ।
জীবন যখন শেষ
থাকবেনা কেউ সঙ্গি-সাথি, থাকবেনা পরিবেশ।
জীবনের অবসান
দেহ খোলস রয়রে পড়ে, ছেড়ে যায় প্রান।
জীবনের করা কর্ম
হবে হিসাব পাবে একদিন, সকল কাজের মর্ম
জীবন ছাড়বে যখন
থাকবেনা আর বাহাদুরী, যতই গড় ধন।