তুমি আমায় যেমন ভাবো,
আমি কি তোমার মনের মতো!
আমি কি তোমার বাতায়নে
গুল্ম কিংবা গোলাপের মতো?

আমি বলি,
আমিতো তোমার গোলাপের কাঁটার মতো!
আমিতো কারো কারো শয়নে
ধূসর মেঘ কিংবা
শোভিত রজনীর জোছনার মতো,
আমিতো কারো সমুদ্রে
জোয়ার ভাটার স্নিগ্ধ সমীরণ,
আমিতো কারো পূর্ণিমার
একচ্ছত্র অমাবস্যা,
আমিতো কালো জলে
হয়তো ভাসমান কচুরিপানা আর পদ্মের
নিদারুণ বোঝাপড়া!

আমিতো আমিতে অমরত্ব নহে,
আমিতো তোমাতে তোমার নয়নে
জগতের এক ক্ষুদ্র ভবঘুরে,
শুধুই-ক্ষুদ্র ভবঘুরে!!