মম চিত্তে আজ লাগিলে আগুন
ঊষার দুয়ারে তব জাগিলো ফাগুন,
ফুল গুলো সব গুলিবিদ্ধ
আমরা আজ বাকরুদ্ধ!
তবুও কি হারিয়ে যাবে পুষ্পের সৌরভ!!
লও লও জোয়ান
হাতে লও লগি বৈঠা কামান,
ভাঙ্গো ভাঙ্গো হেরি
যত আছে কবু রুদ্ধ ফেরি,
এগিয়ে চলো দূর কান্ত পথ ঠেলি।
হবে হবে দেখা
নিষ্প্রভ হবে আজ যত খেলা,
নিশিতে করিবো বুনন
উদয়ে হানিবো আঘাত,
লুণ্ঠিত হবে আজ
আছে যত আজব কেচ্ছা-কানুন।
কাননে কাননে আজ
মিছিলের জয়ধ্বনি,
পরতে পরতে লিখিবো আজ
নয়া কাব্যের উষ্ম বাণী।
বাণীতে বাণীতে ছেয়ে যাবে পৃষ্ঠা
রক্তে রঞ্জিত হবে প্রতিটি রাস্তা।
অলিতে গলিতে আজ
শুনিবে আওয়াজ,
দেখিবে তারা অবাক বিষ্ময়ে আজ
শুধুই, আমাদের কারুকাজ!