একূলেতে সাজাবো তরী
ঐ কূলেতে তোমার বাড়ি,
পাড়ি দিব সাত-সমুদ্র তেরো নদী
যদি একবার বলো ভালোবাসি।।
যদি বলো ভালোবাসি
তবে বানাবো তাঁরার পালকি,
ধূসর মেঘের ভেলায় দিব পাড়ি
দূরাকাশের নীল স্বপ্ন গুলো ছোঁয়ার লাগি।।
যদি একবার বলো ভালোবাসি
তবে যুদ্ধের ময়দানে
ছড়াবো ভালোবাসার দূতি,
তাতে ট্রয় নগরীও হয়ে যাবে
শোভিত পুষ্পের সজ্জিত স্বপ্নপুরী।।
যদি একবার বলো ভালোবাসি
বলো ভালোবাসি!!