আমার রক্তাক্ত টুপি
তোমার মুন্ড মাথায় ছুরি,
লাল বৃত্তে অদৃশ্য শকুনের থাবা
সবুজের গেছে লেশ!
আহা এ কেমন বাংলাদেশ!

কোথায় আজ গুরুর বসন্ত,
হেতায় কি তবে উচ্ছন্নে গিয়াছে
সাম্যের উষ্ম উচ্ছ্বাসের বাণীও!!

জোয়ারে আজ ধরেছে ফাগুন
রক্তের পিপাসায় মিটিবে কি সে জ্বালা!
জবাবে জবাবে আজ ক্লান্ত নগরী,
বিষাদে গিয়াছে বাংলার আকাশ বাতাস খানিক ভারী!
মহাজন আছে কি তবে
পূর্ণিমা বিলাসে খানিক বিভোরে!
কানে হেডফোন আর চোখে
কালার চশমার আড়লে!!

মহাজন কহে,
রামায়নের কৃর্তি, বধিবে সে কিসে!
তুমি আমি পুড়িলে
আগুনের তাপ কি লাগে কবু
তাহাদিগের পিছে!!