একলা যখন বসি আমি নীরবে নির্জনে,
শৈশবেরই স্মৃতিগুলো দোল দিয়ে যায় মনে।
.
ছোট্ট বেলার সে দিনগুলো আসবে কি আর ফিরে!
যখন আমার ঘুম ভাঙিত শিশির ভেজা ভোরে!
.
খালে বিলে মাছ ধরিতাম কিছু দামাল ছেলে,
আমরা হতাম খেলায় বিভোর মাছ খাইতো চিলে
.
ধল দিঘীতে সাঁতার কেটে শালুক নিতাম তুলে,
মেতে উঠতাম পানির মাঝে ছোঁয়াছুঁয়ি খেলে!
.
রাখাল সেজে গরু নিয়ে চলে যেতাম মাঠে,
ভর দুপুরে ভীড় করিতাম পায়রা নদীর ঘাটে!
.
কোথায় গেল সেই সাথীরা যাদের সাথে কত!
রাগ, অভিমান, আবার মিশে খেলায় হতাম রত!
.
গোল্লাছুট ও ডান্ডাকুলু হয়না তো আর খেলা,
ঘুড়ি নিয়ে ঘুড়ে ঘুড়ে যায়না কেটে বেলা"
.
ছোট্ট বেলার সেই সাথীরা আজকে অনেক দূরে,
যাদের সাথে গান গাহিতাম রাখালিয়া সুরে!
.
বাবা মায়ের আদর মাখা কঠোের সে শাসন!
স্মৃতিপটে আজও আমার ভাসছে অনুক্ষণ!
.
ফেলে আসা দিনগুলো যে যায় না কভু ভোলা!
ক্ষণে ক্ষণে হৃদয় কোণে যায় দিয়ে যায় দোলা!