আমার লেখা "আল কুরআনের ডাক" কবিতাটিতে অনেকে অভিযোগ করেছেন। বিশেষ করে অভিযোগের মাত্রাটা তখন বেড়ে গেছে যখন কবিতাটি "বাছাইকৃত" হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা আমারও পছন্দ নয়। আসলে কবিতাটি লেখা হয়েছিল গত বছর, যখন ইসরাইলী সৈন্যরা হাজার হাজার নিরাপরাধ মুসলমানদের হত্যা করেছিল। আমার কবিতাটা মূলত সাম্প্রদায়িক বা কোন ধর্মের বিরুদ্ধে ছিলনা বরং অত্যাচারীর বিরুদ্ধে। অত্যাচারী যেই হোক তার বিরুদ্ধে বলতেই হবে। আর নিপীড়িত মাজলুম যেই হোক তাকে সাহায্য করতেই হবে। সারা বিশ্ব এটা জানে ইজরাইলিরা ফিলিস্তিনী মুসলমানদের অত্যাচার করেই হত্যা করেছে। আমার দৃষ্টিভঙ্গী কতটা এরূপ ছিল-
"আমিতো স্বাধীন তবু পরাধীন কাটাতারে বাঁধা রই
ব্যথা জাগে মনে তাই গানে গানে হৃদয়ের কথা কই"
কবিতাটি শ্রদ্ধেয় এডমিন বাছাই করেছিলেন, এজন্যে তাকে আন্তরিক মোবারকবাদ জানাই। হয়ত তিনি ভালো কিছু অবশ্যই পেয়েছিলেন..আল্লাহ মা'লুম।
,
যাহোক, কবিতাটিতে কারো মনে আঘাত লেগে থাকলে আমি দুঃখিত। এডমিনের প্রতি পূর্ণ সম্মান ও শ্রদ্ধা রেখে সকলের কাছে ক্ষমাপ্রার্থী।