সুখের তরী পাল ছাড়ি অজানাতে যায় চলে,
তার আশাতে দিবস রাতে ছুটি মোরা সব ফেলে।
কোন অজানায় যায় ছুটে যায় মোরাও ছুটি সেই পানে,
মোদের ছেড়ে কোন সুদূরে লুকাইলো সে কোন খানে!
শুধাই গিয়ে বাতাসেরে দেখছোনি ভাই সুখতরী?
আমি এখন ব্যস্তরে খুব; কেটে পড়লো চুপ করি!
নিরাশ মনে বিজন বনে সুখের আশায় ফের চলি,
কিন্তু সবই মিথ্যা ভাবি সব আশাতেই গুড়-বালি!
সেখান হতে সিন্ধু তটে হন্যে হয়ে ছুটি ফের!
ও ভাই সাগর! সুখের খবর দাও বলে দাও আমাদের।
বিশাল পাথার মোদের কথার দেয়যে জবাব নীরবে,
সুখের খোঁজে ঘুরবেরে যে, কোথাও তারে না পাবে।
অল্প নিয়ে থাকলে খুশি তাতেই পাবে সর্বসুখ,
সুখের খোঁজে ঘুরবে যত বাড়বেরে ভাই ততই দুঃখ।
প্রীতির ডোরে যখন ওরে মিলবে পরস্পরে,
সুখের নিবাস দেখবে তখন তোমার কুঁড়েঘরে!