একটুকু অবচেতন ভালোবাসা
যেন
মোহের জালে জড়ানো এক টুকরো কচুরিপানা।
মৃদু দোলা
ভেঙ্গে বিদীর্ণ শত দূর্বলতার হেয়ালীপনা।
গন্তব্যহীন তো নয় কোন সময়ের কাটা
যদি ও
একই পথে আবর্তন জন্ম- জন্মান্তর
পরিশেষে
কাল চলছে কালের পানে নিরন্তর।
আকাশের বুকে ডানা ঝাপটানো চিল
জানে কি?
আকাঙ্ক্ষার স্বপ্ন বুনন হয়তো অনিশ্চিত
তবুও
বেদনার হাওয়া বহে, দূ:খ হয় চৌচির।
সদ্য ফোটা ফুলের সতেজ সৌরভ
নিদারুণ
অকাতরে নিয়ে য়ায় কীটকুল গৌরব
তবে
নেই কভু অভিযোগ, অবহেলা- অনুযোগ।
সরলতার সমীকরণ যদিও দুর্লভ
তথাপি
নিষ্ঠার আড়ালে হারায় লোভ
স্মৃতির
পাতায় লেখা একটুুকু ভোগ।