কল্পনার রঙ গুলো ভীষণ বর্ণিল
তেজোদীপ্ত শরীরের ভাষাও নিদারুণ তীব্র
স্বপ্ন ছোঁয়াবার বাসনা অনেকটা দুর্বার
তুমি আসিবে ফিরে আমাদের মাঝে আবার ।

ভেবে দেখো কোন এক নীল প্রান্তরের
আকাশ ছোঁয়ার সীমানায়
জন্মেছিলে স্বপ্ন পুরুষ কি হারিয়ে যাওয়ার তরে
ফিরে আসিবে কি আবার এই বাংলার ঘরে ঘরে।

প্রত্যাশার আশা জাগানিয়া লড়েছ যে বীর
অন্তহীন অনিষ্টরে তুচ্ছ করে
ভয় কে জয় করে তুমি ছিনিয়ে এনেছ
এই বাংলায় সুুখের নীড়।

ওগো অন্তহীন পথ চলার সাথী
আমি হারিয়ে হেরেছি তবে
বিঁধেছে বিষের বাণ মম বক্ষ পিঞ্জরে
অনাচার চলিবে কি তব যুগ যুগ ধরে।

তোমার পুন: আবির্ভাব সময়ের দাবি
স্বপ্নকে যারা দূ:স্বপ্ন করেছে
মানবতা কেও তারা পশুত্বে ঠেকিয়েছে
এ যে অলীক মনের প্রহসন

যে স্বপ্ন দেখেছিলৈ তুমি
অংকুুরে মেরেছে দেশদ্রোহীরা যে খুনি
আজও তোমার স্বপ্ন গুলো
খুনে রঞ্জিত হয় মিথ্যে আশায়।


ভালবাসায় ভাললাগায় তোমাকে যে মানি
তোমার স্বপ্নের বাস্তবায়ন তা নির্ণয় না জানি
আমজনতা কে বোকা ভেবে
নির্বোধ আমরাই তোমারে নিয়ে করি টানাটানি।

কথার ছলে তোমার  গুণের বলে
ব্স্তাবতাকে করি ধূসর
বিচ্যুত আজ আদর্শবাদীরা
নষ্ট করেছি দেশের যা ছিল উষর।

হতাশ হতে চাই না
নিরাশার চাদরে আবৃত হতেও চাই না
চাই গড়ে উঠুক তোমার স্বপ্নের বাংলাদেশ
দিবাস্বপ্ন ধারীরা ধবংস হয়ে বাতিলের শক্তি হোক নি:শেষ।