কোন এক বসন্তের প্রহরে
অবিচল চাঁদ দেখার পরে
নির্ঘুম দুজনার ভাব লেশ হীন চাহনিতে
ভোরে এসে দাঁড়ালে অভিমান রাখি
খুলে আছি দুজনায় দু জোড়া আঁখি।
আবড়ালে অবগাহনে শুধু অবলীলায়
পেয়েছি তোমা আমি ধরণীর ডেরায়।
কল্প লোকে নিশীথে কল্পনাতে
চারিপাশ ইর্ষায় মরে কত কি জল্পনাতে
তুমি সুখ পাখি বাাঁধিবে কি আমায়
বিধাতার সুন্দর সূষ্টি  মায়ার ধরায়।
জগতের যত সুখ মুছে তত দূ:খ
আলোকিত হবে ক্ষণে শত শত মুখ
অবিচল পথ চলা হৃদয়ের কথা বলা
মনের দোলাতে দোল খেয়ে যায়
মায়াবীর চোখে দেখা একাকার সুখ সমুদ্র।