যদি পাখা থাকতো তবে উড়ে যেতাম চলে
সঙ্গ দিতাম কোন এক একাকী শয়নে
ঘুমের তিয়াসে কাতর স্বপ্নচারিণীকে।
ভুত নয় নিজের পায়ে ভর করে এগুতাম
এক পা, দু'পা করে বারান্দার ফাঁক গলে
স্বচ্ছ কাচের বাতায়নে দেখি
জোছনা ছড়ানো শয়নে
এলো কেশী এক স্বপ্নচারিণী-
স্বপ্ন বুনে আনমনে।
ঘুম নেই তবু তন্দ্রাচ্ছন্ন
সে কি হারাবে আমার সনে
স্বপ্নের ভুবনে?
ভয় নেই ওগো স্বপ্নচারিণী
ঘোর ছাড়ো, আঁখি খুলো
দেখো দাঁড়ায়ে আমি তোমার দ্বারে
পঙ্খীরাজের পাখায় ভর করে
এসেছিগো সাত সমুদ্র তের নদীর পরে
তোমার ঘুমের টানে,মধু প্রেমের পানে।
শুধাও যদি কেন এলে
রিক্ত তুমি সিক্ত তুমি
অবেলাতে বন্দী তুমি
মায়ার জালে জড়িয়ে তুমি।
বলি দ্বিধা নেই ফিরিয়ে দাও তবে
শূন্য এ হাত শূন্যই থাকুক
মরি যেন আমি বারে বারে।