আমি রক্ত লাল কৃষ্ণচূড়ার দিকে তাকাতে পারিনা
খুঁজে পাই আমার ভাই এর খুনের গন্ধ
আমি আঁতকে উঠি বারে বার
রক্তে ভেজা মাটির গন্ধে বিভোর হই আমি
খুন ঝরে আজো কত শতবার।
লক্ষ ভা’য়ের রক্তে বিধৌত
বিশুদ্ধ এ মাটিতে আজ শকুনের ছায়া দেখি
দানবের হাতছানি দেখি বারে বার।
আমি বিস্মিত হই, আপ্লুত হই
যে মায়ের কলিজার ধনের বদৌলতে
মোরা আরামে বুক পেতে রই
সে মায়ের আচল নিয়ে শকুনের দল
খামচি মেরে করে টানাটানি।
ভাই হারানো যে বোনটির বুকের আহাজারি
এখনো আকাশে বিদীর্ণ হয়
দানবের থাবায় রক্তে ভাসার ভয়ে
প্রতিটা প্রহর বোনটি আজো শংকিত রয়।
যে মেয়ের পিতার খুনের রঙে
হলো স্বাধীন আমার ভূমি
সে মেয়েটা বুকে খোলা শ্বাস নিতে
বাঁধা পায় তবে তার প্রিয় মাতৃভূমি।
লাল সবুজের পতাকার নামে
রক্ত গঙ্গা আর সম্ভ্রম এর দামে
পেয়েছি তোমায় স্বাধীনতা
তবে
আজা লজ্জিত মোরা শত ভাগ
দেখি ভোগ দখলদারদের নির্লিপ্ততা
বীরের জাতির মাথা হেঁট পেয়ে লাজ।
মুক্তির বাণী গুলো ঝরা রক্তের আভা হয়ে
ফুটে উঠে সবুজের গায়ে কৃষ্ণচূড়ার রঙে।