কতটা কাল আমার পেছনে হাঁটা হয়নি
বোধ হয় ছাব্বিশটি বসন্ত
আজ অমাবস্যার ঘোরে
ভুতের পায়ে ভর করে
পেছনে হাঁটছি অবিচল।
ঘড়ির কাঁটার টিক টিক শব্দ
বধির কানে ধ্বনিত হয় না
থমকে থাকে বৈভব।
একপা দু'পা করে চলি
পথে পথে কত ফুল-কলি
কত জৌলুস আর কত সৌরভ
ওগো চপলা, চঞ্চলা, হরিঁনী
ওগো মোর মন মোহিণী
ওগো মধুবালা, গরবিনী
আমি তোমারে হেরেছি
তুমি সুখ সঞ্চারিণী।
এত দিন পরে অকষ্মাত
কেন নব গীত নিয়ে এলে?
শ্রান্তিতে অবসাদে ন্যুব্জ
হৃদয়ও মম বক্ষপিঞ্জরে।
চকিত চাহনি, সুধা ছড়াওনি
তোমার সৌরভ তবে
ছড়ায়নি মোর সমীরণে।
এতকাল পরে ফিরে এলাম
তোমার সুশোভিত বাগিচায়
ভ্রমর নেচে যায় গুঞ্জনে
ফুলে ফুলে মধু ভরা অঙ্গনে।
কিছুটা কি সৌরভ
ভেঙ্গে তোমার গৌরব
দেবেনা আমায় বিরহের চুম্বনে
কাঁটা ভরা আলিঙ্গনে।