কেন্দ্র বিন্দুতে অনেকটা আবিষ্ট হয়ে
ঘূর্ণিপাকে ঘুরছে রীতি বিরামহীন
সর্পিল এ পৃথিবীটা যেন মনে হয়
নিদারুণ এক শ্ঙ্খনীল।


বিন্দু কে আজ সিন্ধু   করে
লালসার আবেশে অনেকটা ঘনীভূত
মন্থরথার পিঠে চপেটাঘাত করে
পরিধিটা যেন বিশাল বিস্তৃত।

মায়ার আড়ালে কথার মোহে
জগত ধেয়ে চলে অবিরাম
হে পথিক তুমি কেন আজ
হয়ে উঠোনা ক্ষুদিরাম।

তামাশার কলে ছলনার বলে
হয় মিথ্যেরা বটবৃক্ষ
সততার প্রদীপ আজ জ্বলে ক্ষীণ
সত্য  শতত লুণ্ঠিত।

রে ন্যায়ের পথে চলার সাথী
দৃঢ় পদে সন্তর্পণে দে বার বার পদধূলি
বাতিলের এ তবে দেখিয়ে দে রে তোরা
দু’জোড়া নির্মল বৃদ্ধাঙ্গুলি।