অনেকটা পথ পাড়ি দিয়ে
             গোধূলির পরে
   নিজেকে নিয়ে প্রশ্ন জাগে বারংবার
প্রারম্ভিকতার  চঞ্চলতায় দোলাচলে মন
    খানিকটা বিচ্যুত বা কিঞ্চিত নত
আঁধারের নীল আকাশটা দেখায় মলিন
     ডুবন্ত সূর্যের তামাটে আভায়।

                 অতঃপর
       অন্ধকারের ভুবনটা আমার
জ্বলে উঠে প্রতিনিয়ত লক্ষ কোটি তারায়
     বিন্দু বিন্দু আলোর সিন্ধু মিলে
   অচেনা পথে চলি নি:সঙ্গ অসহায়
   জীবনটা নিয়ে প্রশ্ন জাগে পুনরায়।

         পথের শেষে থামতে গিয়ে
     ফিরে দেখা পিছনে শুণ্য প্রান্তর
  উজাড় করে হারাই এই বিরহী অন্তর
   বেদনার সুখ গুলো মেঘ হয়ে উড়ে
আনন্দ অশ্রুতে জমা নীল আকাশে ভেসে।