তেত্রিশ বছর পেরিয়ে গেলো নিভৃতে
এখনো তুমি ঘুমিয়ে আছো চোখ বুজে
অন্ত:দৃষ্টি দিয়ে কি তুমি দেখতে পাচ্ছো আমায়
ঠায় দাড়িয়ে  আমি নির্লজ্জ অসহায়।

সেদিন দুচোখে অশ্রু ছিলোনা
বোধ ও ছিলোনা বেদনা অনুভবের
শুধু উপলব্দি আর ফ্যাল ফ্যাল নয়নে অপলক চাহনি
আজ আমায় ভাবায় সাগর কান্নায় ।

অনেকটা স্বার্থপরের মত এতটা  সময়
নিজেকে নিয়ে ব্যস্ত ভবলীলায়
ক্লান্ত পথিক আমি গন্তব্য হীন যাত্রায়
অন্ত:দৃষ্টি দিয়ে কি তুমি দেখতে পাচ্ছো আমায় ।

এলোমেলো সৃজিত দূর্বাঘাসের সজীবতা
তোমার অশান্ত মনের বহিপ্রকাশ
শীতের সকালের শিশির ভেজানো লতাগুল্ম কি?
তোমার  হৃদয়ের কান্নার প্রকাশ।

ক্ষমা করো আমায়, বাবা ক্ষমা করো আমায় ।
(বাবার সমাধিতে দা্ড়িয়ে নীরব উপলব্ধি)